হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস কেন হয়, কাদের হয় ও চিকিৎসা কি?


হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস একটি নীরব ঘাতক। কোনো ধরনের উপসর্গ ছাড়াই মানুষ এ রোগে আক্রান্ত হয়। আর একবার আক্রান্ত হওয়ার পর কোনো চিকিৎসাতেই এ রোগ থেকে সেরে ওঠা তেমন একটা সম্ভব হয় না।

সাধারণত নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়। ৫০ বছরের বেশি বয়সী নারীদের জন্য এটি প্রায় কমন রোগে পরিণত হয়েছে। তবে বর্তমান সময়ে পুরুষেরাও এ রোগের ঝুঁকিতে রয়েছে।


যে কারনে হাড় ক্ষয় হয়ঃ
  • জেনেটিক্যাল ফ্যাক্টর অর্থাৎ পরিবারের কারো এ রোগ থাকলে আপনারও হতে পারে৷ 
  • বিভিন্ন ঔষধের প্বার্শপ্রতিক্রিয়ার ফলে।
  • ডায়াবেটিস এর কারনে।
  • লিভার ও কিডনি রোগে ক্ষেত্রেও হাড় ক্ষয় রোগের ঝুঁকি থাকে৷ 
হাড় ক্ষয় যাদের ঝুঁকি বেশিঃ
  • সাধারনত  মেনোপজ পরবর্তী ( যে বয়সে মহিলাদের আর বাচ্চা হয় না, ৫০ এর উর্ধ্ব বয়সী নারী)।
  • যারা নিয়মিত সঠিক নিয়মে ব্যায়াম করে না।
  • উচ্চতা অনুসারে যাদের ওজন কম।
  • যারা নিয়মিত ও পরিমানমত ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খায় না।
  • যারা ধূমপান ও মদ্যপান করে।
  • ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে।
  • থাইরয়েড ও প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেলে।
সাধারন হাড়ের তুলনায় অস্টিওফাইটিক হাড়ের ঘনত্ব কম হওয়ায় তা ভেঙ্গে যাওয়ার ঝুঁকি বেশি। 

প্রতিকারঃ
  • অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগের প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম।
  • নিয়মিত ব্যায়াম করুন,নিয়মিত ব্যায়ামে হাড়ের শক্তি বাড়ে। এতে হাড়ের চলাচল বৃদ্ধি পেয়ে জয়েন্ট গুলোকে সচল রাখে। 
চিকিৎসাঃ
  • নিয়মিত পরিমানমত ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খেতে হবে। ক্যালসিয়ামের জন্য নিয়মিত মাছ, মাংস, দুধ,ডিম ও দুধজাতীয় খাবার খেতে হবে। ভিটামিন ডি এর ৯০ ভাগ উৎস হলো সূর্যের আলো। তাই প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট সূর্যের আলোতে থাকুন, পাশাপাশি সামুদ্রিক মাছ খান। 
আপনার প্রতিদিনের কাজ থেকে যা বাদ দিতে হবেঃ
১) ধূমপান ও মদপান ত্যাগ করুন। কারন, এতে হাড়ের ক্ষয় বৃদ্ধি পায়।
২) লিভার ও কিডনি রোগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
৩) রাতে ঘরে মৃদু আলো জ্বালিয়ে রাখুন।
৪) অতিরিক্ত ওজন বহন করবেন না।
৫) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।

Previous Post Next Post