বিসমিল্লাহির রাহমানির রাহিম 


Our Aims and Objectives
1) To provide best medical advice in the simplest way for all people, including the poor, extreme level poor, little literate & the illiterate.
2) Providing medical services and counseling to people of all classes and professions through free medical camping.
3) Provide free medical supplies (medicine, food saline, wheel chair, walking stick, hot pack, etc.) to the poor and the deprived person of the society.
4) To encourage and assist the physiotherapy students to gain knowledge on the specific topics of Physiotherapy.
5) To teach interested students theoretical and practical.
Our organization is completely non-profit. All the members involved here to provide physiotherapy medical services and counseling to the poor people through various medical components by small amount of individual donation. If you want to work with physiotherapy services everywhere, including in remote areas of the country, if you want to work with poor people. Then this organization is for you. Let us all work together with full of effort. Standing beside poor, deprived people of medical care. Establish Physiotherapy Profession all over Bangladesh.

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১) দরিদ্র, অতিদরিদ্র, অল্পশিক্ষিত, নিরক্ষর সহ সকল মানুষের জন্য সবচেয়ে সহজ উপায়ে উত্তম চিকিৎসা পরামর্শ প্রদান।
২)বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে সমাজের সকল শ্রেণির ও পেশার মানুষদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান।
৩) গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা উপকরণ(ঔষধ, খাবার স্যালাইন, হুইল চেয়ার, ওয়াকিং স্টিক, হট প্যাক ইত্যাদি) প্রদান।
৪) ফিজিওথেরাপির শিক্ষার্থীদের ফিজিওথেরাপি সম্পর্কিত বিষয়ের উপর জ্ঞান অর্জনে উৎসাহ ও সহযোগিতা প্রদান।
৫) আগ্রহী শিক্ষার্থীদের তত্ত্বীয় ও ব্যবহারিকের উপর পাঠদান করা।
আমাদের সংগঠনটি সম্পূর্ন অলাভজনক। এখানের অন্তর্ভূক্ত সকল সদস্যদের অল্প কিছু পরিমান মাসিক অনুদানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সম্পূর্ন বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান সহ গরীব রোগীদেরকে বিভিন্ন চিকিৎসা উপাদান দিয়ে সহায়তা করা হয়। আপনি যদি দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় ফিজিওথেরাপি সেবা নিয়ে কাজ করতে চান, যদি দরিদ্র্য মানুষদের নিয়ে কাজ করতে চান। তাহলে এই সংগঠন আপনার জন্য। আসুন আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করি। গরীব, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষদের পাশে দাড়াই। সারা বাংলাদেশে ফিজিওথেরাপি পেশাকে প্রতিষ্ঠিত করি।
অত্যন্ত মহৎ ও পবিত্র উদ্দেশ্য নিয়েই আমাদের 'Confederation for Physical Therapy and Health' সংগঠনের সৃষ্টি। আমাদের সাথে থাকুন৷ আমাদেরকে উৎসাহিত করুন, যেন আমরা আমাদের কার্যক্রম পবিত্রতার সাথেই সফল ভাবে সম্পন্ন করতে পারি। আমাদের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।